বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে চরম ভোগান্তিতে পরেছে পাবনাসহ রাজশাহী বিভাগের মোটরযান চালকরা।
ধর্মঘটের কারণে শতশত বাইকারা পেট্রোল পাম্পগুলোর সামনে থেকে ফিরে যাচ্ছেন, কেউ কেউ পরিবার পরিজন নিয়েও সমস্যায় পরছেন।
দুর্ভোগের শিকার এসএম কামরুজ্জামান শিপলু বলেন, আমি পরিবার পরিজন নিয়ে পাবনা থেকে চাটমোহরে একটি দাওয়াতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। বাইকে তেল নাই জন্য পাবনা কলেজ গেটের এই পাম্পে এসে শুনছি তাদের ধর্মঘট। এখন উপায় নেই তেল দেওয়ার বলে জানিয়েছেন পাম্পের লোকজন। লোকাল তেল কেনার চেষ্টা করছি তাও পাচ্ছি না। লোকাল তেল না পেলে আবার বাসায় ফিরে যেতে হবে।
এ বিষয়ে কথা হয় পাবনার ফরিদ ফিলিং ষ্টেশনের ম্যানেজার চন্দন কুমার রায় জানান, হঠাৎ করেই রাতের এমন সিদ্ধানের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। কখন ধর্মঘট প্রত্যাহার হবে সেটাও সঠিক ভাবে বলতে পারেননি তিনি।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি ইনসাফ আলী বলেন, আমাদের এখানে কিছুই করার নেই। কেন্দ্রীয় সিদ্ধান্ত এটি।
বিডি প্রতিদিন/হিমেল