প্রকৌশলী মিনহাজকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ২৮ জানুয়ারি সন্ধ্যায় কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনার বিচার চেয়ে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বাঞ্ছারামপুর এসএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এবং বাঞ্ছারামপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বাবা রফিকুল ইসলাম কেন্দ্রীয় ওলামা দলের সাধারণ সম্পাদক।
মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাওন, ছাত্রদল নেতা আশিকুল ইসলাম অন্তু, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আতোয়ার রহমান, মিনহাজের চাচা এনামুল হক এবং ওয়াসকূরুনী মিয়া, মিনহাজের ভাই মো. হাসিবুর রহমান এবং আসিফুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন