মাদারীপুরে নেশার টাকা না পাওয়ার কারণে শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে কাওছার সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, গত ৩ বছর আগে রাস্তি ইউনিয়নের নুর ইসলামের ছেলে কাওছার সরদারের ছেলের একই এলাকার বিউটি আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের এক বছর পর বিউটি আক্তার চলে যান ওমানে। সেখানে থাকা অবস্থায় প্রতি মাসে টাকা পাঠাতো কাওছারের কাছে।
একপর্যায়ে বিউটি আক্তার দেশে চলে আসার পর প্রতিনিয়ত টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে তার স্বামী। টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে বিউটিকে মারতে আসে। এসময় শাশুড়ি বাধা দিলে তাকে মেরে রক্তাক্ত করে কাওছার। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিউটি আক্তার বলেন, আমার স্বামী একটা নেশা করে। সে দুইটা বিয়ে করেছে। টাকার জন্য সব সময় আমাকে মারধর করে। আমার মা বাধা দিলে মাকেও মেরে রক্তাক্ত করেছে। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শাশুড়ির উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই