বগুড়ার আদমদীঘিতে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামবাসীর আয়োজনে ভ্যানস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন-ওই গ্রামের বাসিন্দা রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব গোলাম কিবরিয়া, সাবেক ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলু, আতোয়ার রহমান, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাগর খান, গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টু, অটোরিকশা শ্রমিক নেতা জনি, দমদমা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক মঞ্জু, খোকন, আমজাদ হোসেন মল্লিক বাবু, আনছার মল্লিক, আসাদুল, কাশেম সরদার, আতারুল, শহিদুল, ভুট্টু ও ইসলাম খাঁন প্রমূখ।
এ সময় বক্তারা ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এছাড়া পতিত সরকারের বিতর্কিত প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবি কারেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সান্তাহার-কদমা প্রধান সড়ক ও গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে দমদমা ক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল