ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল জুম্মার পর উপজেলার খাঁটিহাতা এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল খাঁটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদরাসার সামনে থেকে শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসারিয়া ঈদগাহ সামনে এসে তা শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে আবদুর রহমান, হোসেন মিয়া, আবু বক্কর, লিয়াকত আলি প্রমুখ বক্তব্য রাখেন।