ঈদের আগের দিন চাঁপাইনবাবগঞ্জের আমনুরার কেন্দুল রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন মেহেদি হাসান সবুজ নামে এক সাংবাদিক। তিনি দেশ বুলেটিন পত্রিকায় কর্মরত ছিলেন। সবুজ পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। এ খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। গতকাল তিনি নিহতের পরিবারকে ৪০ হাজার টাকা দেন।