নেত্রকোনা, কিশোরগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে পৃথক ঘটনায় হামলা সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত তিন দিনের এসব ঘটনায় আহত হয়েছেন ৮৫ জন। এর মধ্যে নেত্রকোনা ৫০, কিশোরগঞ্জে ২৫ এবং টঙ্গীতে আহত হয়েছেন ১০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর- নেত্রকোনা : জেলার কেন্দুয়া ও খালিয়াজুরী উপজেলায় প্রতিনিধি ঈদের ছুটিতে মাইকিং করে হামলা-সংঘর্ষ লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে কেন্দুয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষের উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। সংঘর্ষের ধারাবাহিকতায় গ্রামের ছয়টি ঘর পুড়িয়ে দিয়ে গরুসহ অন্যান্য মালামাল লুট করা হয়েছে। বুধবার সকাল থেকে বলাইশিমুল ও ছবিলা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে খালিয়াজুরীতে গ্রামীণ সড়কে মাটি কাটা কেন্দ্র করে পাঁচহাট গ্রামের সোসা মিয়া ও শরীফ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ২০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী নামানো হয়েছে। জড়িতদের কঠোরভাবে দমন করা হবে। কিশোরগঞ্জ : বাজিতপুরের মথুরাপুর এলাকার এক রিকশাচালককে গত শুক্রবার চরথাপ্পড় দেন কৈলাগ এলাকার এক ব্যবসায়ী। এ নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা হয়। এর পরিপ্রেক্ষিতে পরদিন ব্যবসায়ীর পক্ষ হয়ে কৈলাগ গ্রামের শত শত লোক মথুরাপুরসহ আশপাশের লোকজনের দোকানপাটে হামলা চালায়। এর জেরে মথুরাপুরের পক্ষ হয়ে দড়িঘাগটিয়া ও আশপাশের কয়েকটি এলাকার লোকজন কৈলাগের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে আহত হয় ১৫ জন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ইটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ইটনা থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী : গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে গত সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ, দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি