পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময়ে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে পানামা পোর্ট লিঙ্কের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, এ স্থলবন্দরে ৯ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।