কম খরচে বেশি লাভ হওয়ায় দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ধান চাষের চেয়ে কম খরচের কারণে ভুট্টায় ঝুঁকেছেন এই অঞ্চলের কৃষক। আবহাওয়া ও মাটিও ভুট্টা চাষের উপযোগী।
কাহারোল কৃষি অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৮৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষি বিভাগের।
কাহারোলের বিভিন্ন গ্রামে দেখা যায়, বিস্তীর্ণ ফসলের মাঠ ভুট্টার সবুজ গাছে ভরা। সবুজ পাতার ফাঁকে আসতে শুরু করেছে ফুল ও মোচা। ভুট্টার সঙ্গে বিভিন্ন সাথি ফসল চাষে বাড়তি লাভবান হচ্ছে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার বাম্পার ফলন হবে আশাবাদী তারা। বিভিন্ন এলাকার কৃষকরা জানান, ধান চাষে খরচ বেশি লাভ কম হওয়ায় আমরা ভুট্টা চাষাবাদে আগ্রহী হয়েছি। সার, কীটনাশকের মূল্য সহনীয় পর্যায়ে থাকলে লাভ আরও বেশি হতো। কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক সাদেক আলী জানান, আমাদের এখানে ধান চাষ বেশি। তবে লাভজনক হওয়ায় এবার নতুন করে ভুট্টা চাষ শুরু করেছি। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ জানান, ভুট্টাসহ নানা ফসল উৎপাদনে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। কৃষকেরা যেন সহজে কৃষি উপকরণ পায় সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।