বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৭০ কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুমানা আফরোজ।
চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।