৩৭ লাখ টাকাসহ ধরা খাওয়া এলজিইডির গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছাবিউল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া, যৌথ বাহিনীর অভিযানে তার গাড়ি থেকে অবৈধ অর্থ উদ্ধার করা হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তাকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিধি অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী তদন্তসাপেক্ষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে গতকাল পর্যন্ত ছাবিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। প্রকৌশলী ছাবিউল ইসলামকে বরখাস্তের খবরে স্বস্তি প্রকাশ করেছেন এলজিইডির তালিকাভুক্ত গাইবান্ধার ঠিকাদাররা।
ঠিকাদারদের অভিযোগ, বিভিন্ন প্রজেক্টের উন্নয়নমূলক কাজে নির্বাহী প্রকৌশলী ১০ শতাংশ টাকা ঘুষ ছাড়া ফাইলে সই করতেন না।