বান্দরবানের লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন ওই গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগর। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার লামার মিরিঞ্জা এলাকায় মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। মামলায় স্বামীর সহায়তায় পাঁচজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করেছেন বলে উল্লেখ করা হয়।
এদিকে সিলেটের বিশ্বনাথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোবশ্বির আলী (৩৫) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়। গ্রেপ্তার উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার বাসার সামনেই খেলা করছিল ওই শিশু। এ সময় মোবশ্বির বাসার ভিতর নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বিশ্বনাথ থানায় মামলা করেন। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুুরী বলেন, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।