নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে ৫০৬ বছরের পুরনো সুলতানি শাসনামলের অনন্য মুসলিম নিদর্শন গোয়ালদী শাহী মসজিদ যথাযথভাবে সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। গতকাল সকালে গোয়ালদী এলাকায় শাহী মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়। শাহেদ কায়েসের সভাপতিত্বে বক্তৃতা করেন রবিউল হুসাইন, শংকর প্রকাশ প্রমুখ।