বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বরাদ্দের চেয়ে ক্রেতা বেশি বগুড়ায়। এ কারণে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পাওয়ায় সুবিধাভোগীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটছে। নিত্যপণ্য দ্রব্যের ঊর্ধ্বমুখী দামের কারণে ভোক্তারা টিসিবির পণ্য কিনতে আগ্রহী হলেও বরাদ্দ কম থাকায় ফিরে যাচ্ছেন তারা। ফলে ভুক্তভোগীরা বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন। জানা যায়, বগুড়া জেলায় প্রায় ৪৫ লাখ মানুষের বসবাস। সেখানে শুধু বগুড়া পৌর এলাকার ২৫টি পয়েন্টে টিসিবির পণ্য সামান্য বরাদ্দ দেওয়ায় প্রতিদিন নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রতি পয়েন্টে ৪০০জন ক্রেতা এই পণ্য কেনার সুযোগ পান। ৪৫০ টাকায় প্যাকেজে থাকছে ১০০ টাকা করে ২ লিটার সোয়াবিন তেল, ৬০ টাকা দরে ২ কেজি মশুরের ডাল, ৭০ টাকা কেজি চিনি ও ৬০ টাকা কেজি ছোলাবুট। কম দামে পণ্য বিক্রির খবর শুনে নানা শ্রেণি-পেশার মানুষ এসব পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েন। ফলে প্রতিটি পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নারী-পুরুষদের। বরাদ্দ কম থাকায় অনেক ক্রেতাই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। সরেজমিন গিয়ে দেখা গেছে, শহরের কয়েকটি এলাকায় দীর্ঘ সারি দেখা যায় টিসিবির ট্রাক সেলে কিনতে আসা ক্রেতাদের। কোনো কোনো এলাকায় পণ্য নিতে এসে না পেয়ে খালি হাতে ফিরে গেছেন অনেক ভোক্তা। ডিলার মদিনা ট্রেডার্সের মালিক রাজিব মাহমুদ জানান, সকাল থেকে দীর্ঘ লাইন ছিল। ক্রেতা বেশির ভাগই মধ্যবিত্ত পরিবারের। বরাদ্দ ছিল ৪০০ জনের। কিন্তু লাইনে ছিলেন অন্তত দেড় হাজারের মতো। টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান সহকারী পরিচালক সাদ্দাম হোসাইন বলেন, একেকটি ট্রাকে ৪০০ জনের বরাদ্দ দেওয়া হয়। যে আগে লাইনে দাঁড়াতে পারবেন তিনি আগে পণ্য পাবেন।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি