প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসাস্থল নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন ৪০০-৪৫০ রোগী। এ হাসপাতালে প্রকট আকার ধারণ করেছে চিকিৎসকসংকট। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররাই রোগীদের একমাত্র ভরসা। যে চারজন চিকিৎসক কর্মরত আছেন তাদের দিয়েই চলছে জরুরি ও অন্তর্বিভাগের কাজ। চাহিদা অনুযায়ী নেই চতুর্থ শ্রেণির জনবলও। কাক্সিক্ষত সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলার বাসিন্দারা। মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, চিকিৎসক ও চতুর্থ শ্রেণির কর্মচারীসংকটে রোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আশা করছি খুব শিগগিরই এর উত্তরণ হবে। জানা যায়, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও আবাসিক কর্মকর্তাসহ রয়েছেন মাত্র চারজন। এর মধ্যে তিনজন চিকিৎসক দিয়ে পর্যায়ক্রমে জরুরি ও অন্তবিভাগের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আয়া ও ওয়ার্ড বয়ের পাঁচ পদের বিপরীতে ২ এবং পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদের চারটিই শূন্য। সংশ্লিষ্ট রোগের ডাক্তার না থাকায় ছোট ছোট সমস্যা নিয়েও রোগী রেফার্ড করা হচ্ছে নওগাঁ অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগে প্রতিদিন নারী, শিশুসহ অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ডাক্তার দেখাতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কশব ইউনিয়নের পলাশবাড়ি গ্রাম থেকে আসা শামীম হোসেন বলেন, বুকের ব্যথার চিকিৎসা নিতে ১৫ কিলোমিটার দূর থেকে এসেছি। এমবিবিএস পদের কোনো ডাক্তার পাইনি। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছি। ভালো ডাক্তার দেখানোর আশা নিয়ে এত দূর থেকে এসেছিলাম। সময় ও অর্থ দুটোই অপচয় হলো। গোসাইপুর থেকে চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম টিপু বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার নেই। কমিউনিটি মেডিকেল অফিসার দেখে একটা চিরকুটে কী কী লিখে দিল পছন্দ হয়নি। দুধের স্বাদ ঘোলে মিটিয়ে বাড়ি যাচ্ছি। আগামীতে রাজশাহী শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাব। আরেক রোগী সুনীল কুমার বলেন, এক সময় এই হাসপাতালে অনেক ডাক্তার থাকায় বৈকালিক চিকিৎসাসেবাও চালু হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের কাছে হাসপাতালটির অবস্থান হওয়ায় এর গুরুত্ব বেশি। মহাসড়কে ছোটবড় দুর্ঘটনায় দ্রুত চিকিৎসার জন্য আহতদের এখানে আনা হয়। চিকিৎসক না থাকায় তাদের পাঠানো হয় নওগাঁ কিংবা রাজশাহী মেডিকেলে। পথেই অনেক সময় রোগীর মৃত্যু ঘটে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি