ব্রাহ্মণবাড়িয়ার মাছের আঁশ (আইস) রপ্তানি হচ্ছে বিদেশে। প্রতি মাসে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মাছের উচ্ছিষ্ট অংশ (আঁশ) বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক জেলে পরিবার। জেলার প্রায় ৫০টি পরিবার মাছের আঁশ শুকানোর সঙ্গে জড়িত। মাছ ব্যবসায়ীদের তথ্যমতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রতি মাসে অন্তত ৫ লাখ টাকার মাছের আঁশ বিক্রি হয়। জানা যায়, জেলে পরিবারের সদস্যরা প্রতিদিন মাছের আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তারা এগুলো প্রক্রিয়াজাত করে পাঠান চীন, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে। আঁশ বিক্রির সঙ্গে জড়িতরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার, মেড্ডা বাজার, ফারুকী বাজার, বউ বাজার, পশ্চিম মেড্ডা পীরবাড়ি বাজার, কাউতলী বাজার, মদ্যপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন বাজারে মাঝারি ও বড় কার্প জাতীয় মাছ নিয়মিত বিক্রি হয়। বেশির ভাগ ক্রেতা মাছ কিনে বাজারেই কাটিয়ে বাড়ি নেন। অনেকে মাছের নাড়ি-ভুঁড়ি ফেলে দেন। কাটুয়ারা মাছ কাটার আগে আঁশ আলাদা করে রাখেন। কাঁচা আঁশ বাড়িতে নিয়ে রোদে শুকিয়ে বস্তায় ভরেন। পরে স্থানীয় পাইকার বা ব্যাপারীদের কাছে প্রতি বস্তা ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করেন। কেজি বিক্রি হয় ৮০-১০০ টাকা। শহরের তিতাস নদীর তীরে পাইকপাড়া, কান্দিপাড়া মাইমল হাটি, সীতানগর, কাশিনগর গ্রামে প্রতিদিন আঁশ শুকাতে দেখা যায়। মেড্ডা বাজারে মাছ কাটার সঙ্গে জড়িত রামু দাস জানান, দীর্ঘদিন ধরে তিনি মাছ কাটছেন। মাছ থেকে বিপুল পরিমাণ আঁশ বের হয়। আঁশ সংগ্রহ করে শুকিয়ে বিক্রি করেন। দিলীপ দাস জানান, প্রতিদিন মাছ কাটি। যে আঁশ বের হয় দুপুরে তা বাড়ি নিয়ে যাই। ভালোভাবে ধুয়ে চাটাইয়ে শুকিয়ে বিক্রির উপযোগী করে থাকি। পূর্ণিমা দাস নামে এক গৃহবধূ জানান, মাছের আঁশ শুকিয়ে তিনি মাসে ৮-১০ হাজার টাকা আয় করেন। আনন্দ বাজারের মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, মাছের আঁশ চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আঁশ ব্যবহার হয় ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস শিল্পে। এ ছাড়া ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া ও পোলট্রি খাদ্য, ক্যাপসুল তৈরির কাজেও লাগে।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি