মেহেরপুরের মাঠের পর মাঠ ফসলের জমিতে সেচ দেওয়া হচ্ছে সোলার পাম্পে। লাগছে না বিদ্যুৎ ও জ্বালানি তেল, ডিজেল। এতে যেমন বিদ্যুৎ-জালানি সাশ্রয় হচ্ছে তেমনি কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পুরো জেলার আবাদি জমির সেচ সোলার পাম্পের আওতায় আনলে ঘটবে কৃষিবিপ্লব। সোলার পাম্প প্রকল্পে সহায়তা করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি। মেহেরপুর বিএডিসির তথ্য অনুযায়ী জেলায় ২০ হর্স পাওয়ারের ৩০টি ও সাড়ে সাত হর্স পাওয়ারের ২১টি সোলার সেচপাম্প চালু রয়েছে। এ ছাড়া নদ-নদী কেন্দ্রিক সেচ পাম্প ৩৫টি ও ভূগর্ভস্থ সোলার সেচ পাম্প রয়েছে ৪৩টি। নদ-নদী কেন্দ্রিক সেচপাম্প থেকে প্রতিদিন ৩০ বিঘা জমি এবং ভূগর্ভস্থ মিনি সেচ পাম্প থেকে দিনে ৪০ বিঘায় সেচ পাচ্ছে। ২০ হর্স পাওয়ার সোলার সেচপাম্প নির্মাণে খরচ প্রায় ৬০ লাখ আর সাড়ে সাত হর্স পাওয়ারে খরচ পড়েছে ৪৫ লাখ টাকা। প্রকল্পের অনুকূলে ৩ হাজার একর জমি সেচের আওতায় নেওয়া আছে। এতে প্রতিদিন প্রায় ৩ হাজার ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। কৃষক ফয়সাল আহমেদ জানান, প্রতিবার সেচ দিতে বিঘাপ্রতি চার-পাঁচ লিটার ডিজেল কিনতে হতো। পাঁচ লিটার ডিজেলের বাজারমূল্য ৫২৫ টাকা। সোলার পাম্পে মাত্র ৩০০ টাকায় এক বিঘা জমিতে সেচ দিতে পারছেন। কবির মিয়া বলেন, এখন চাষিদের বিদ্যুতের অপেক্ষায় থাকতে হয় না। কিংবা ছুটতে হয় না ডিজেলচালিত পাম্প মালিকদের কাছে। স্বল্প খরচে সব ধরনের ফসলে সেচ সুবিধা পাওয়া যাচ্ছে। প্রতিটি সোলার সিস্টেমে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দিনভর মাঠে পানি সরবরাহ করছে। কৃষক ময়েজ উদ্দিন বলেন, আগে ইঞ্জিনচালিত শ্যালো মেশিনের চালককে তেল কিনে বাড়িতে দিয়ে এলে জমিতে পানি দিয়ে দিত। তেল দিতে দেরি হলে সেদিন আর পানি দেওয়া হতো না। সময়মতো পানি না দেওয়ায় ফসলের ক্ষতি হতো। সোলার সেচ পাম্পে ফোন দিলেই পানি দিয়ে দেয়। সময়মতো পানি দেওয়ায় উৎপাদন বেড়েছে। মেহেরপুর বিএডিসির প্রকৌশলী শামীম হায়দার জানান, কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন তথ্যপ্রযুক্তির সমন্বিত ব্যবহার করে বিপ্লব ঘটাতে হবে। মান্দাতার আমলের কৃষি উৎপাদন পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। মেহেরপুর জেলায় সোলার পাম্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বল্প খরচে কৃষকরা জমিতে সৌরবিদ্যুৎচালিত পাম্পের সেচ সুবিধা পাওয়ায় দিন দিন বাড়ছে এ প্রযুক্তির চাহিদা। বিপ্লবের অপার সম্ভাবনা রয়েছে। পাম্পগুলোতে প্রতিদিন প্রায় ৮ কোটি লিটার পানি তোলা হচ্ছে। পাম্পগুলো কোনো ঝামেলা ছাড়াই টানা ২০ বছর সার্ভিস দেবে জানান সংশ্লিষ্টরা।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি