বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে গড়ে তেলা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু ২০১৮ সালে। এখনো নিজস্ব ক্যাম্পাস হয়নি। ভাড়া ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। আবাসিক সুবিধা না থাকায় বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাস নির্মাণের জন্য আটবার প্রস্তাব করা হলেও পাস হয়নি। প্রতিবারই বাজেট কমাতে হবে বলে ফেরত দেওয়া হয়েছে। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নড়েচড়ে বসে। এরপর বিশ্ববিদ্যালয় নতুনভাবে প্রকল্প জমা দেওয়ার নির্দেশ দেয়। এ অবস্থায় ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা বাজেট দিয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ বাজেট অনুমোদনের জন্য আলটিমেটাম দিয়েছেন। বাজেট অনুমোদন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের শিক্ষার সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন তার কিছুই নেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। পুঁথিগত পড়াশোনা হলেও ব্যবহারিক শিক্ষা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষের সংকট তো রয়েছেই। আবাসন সংকটও চরমে। স্থায়ী ক্যাম্পাস থাকলে এ সমস্যা হতো না। আমাদের কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জানান, প্রায় ৮ বছর ধরে বিশ্ববিদ্যালয় চালু হলেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। দুঃখজনক হলেও সত্য, বারবার বাজেট কমানো হলেও নির্মাণ প্রকল্প দেখেনি আলোর মুখ। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্যসচিব ড. কাইয়ুম আরা বেগম জানান, সরকারের সামর্থ্য অনুযায়ী বাজেট প্রণয়ন হয়নি বিধায় প্রকল্প হয়তো পাস হয়নি। আজ বৈঠকে প্রকল্পটি মূল্যায়ন নিয়ে আলোচনা হবে। আশা করছি সফল বৈঠক হবে। পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আবদুর রউফ জানান, প্রি-একনেক বৈঠকে যে প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে। আমরাও চাই দ্রুত স্থায়ী ক্যাম্পাস হোক।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি