ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল শাখাওয়াত হোসেন (২৯) ও সোহরাব হোসেন (৩০)। গতকাল বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় শাখাওয়াত ও সোহরাবের বাসা থেকে অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক সোহেল আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।