পাবনার চাটমোহর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক। এ সড়কের ১২ কিলোমিটারে সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের জুলাইয়ে। কাজের মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি (চলতি) মাসে শেষ হবে। এখন পর্যন্ত কাজ হয়নি ১০ ভাগও। সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক লাখ মানুষ। কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহন করতে গিয়ে পড়ছেন বিড়ম্বনায়। প্রায়ই খানাখন্দে ছোট যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। চাকা আটকে যায় মাঝারি ও বড় গাড়ির। তবু সময় বাঁচাতে এ সড়ক ব্যবহার করছেন স্থানীয়রা। পাবনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, চাটমোহর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক। গত বছরের জুলাই মাসে এ সড়কের চাটমোহর জার্দিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় ১৬ কোটি টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের টুর্ণা এন্টারপ্রাইজ। কাজের সময়সীমা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত থাকলেও এখনো বাকি ৯০ ভাগের বেশি। সরেজমিন দেখা যায়, চাটমোহর পৌর শহরের জার্দিস মোড় থেকে প্রায় ৫ কিলোমিটারের পুরনো কার্পেটিং তুলে ফেলা হয়। সড়কের দুই পাশে বেজওয়াল নির্মাণ করে ফেলা হয়েছে বালু ও পাথর। এরপরই বন্ধ হয়ে যায় কাজ। এতে ভোগান্তিতে পড়েছে লাখ লাখ মানুষ। শুষ্ক মৌসুুুুুমে ধুলাবালির কারণে রাস্তায় চলাচল দুরূহ হয়ে উঠছে। ঠিকাদারি প্রতিষ্ঠান টুর্ণা এন্টারপ্রাইজের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাবনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, কয়েকবার সতর্ক করার পরও কাজ শুরু করেনি। দ্রুত কাজ শুরু না করলে ওই ঠিকাদারের কাজ বাতিলের জন্য সুপারিশ করা হবে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি