গাইবান্ধায় রহমত বরকত ভ্যারাইটিজ স্টোর ও মেসার্স সাইদার স্টোর নামে দুটি দোকান থেকে ৩০২ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। ওই দুই দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল জেলা শহরের নতুন ব্রিজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, পলিথিন ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার ও বিক্রি বন্ধে সবার সহযোগিতা কামনা করেন তিনি।