ভোলায় অসময়ে মেঘনা নদীতে দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে পড়েছে শত শত পরিবার। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় দিশাহারা এলাকাবাসী। তাদের অভিযোগ নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় ভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন তারা। তাদের দাবি মেঘনা থেকে বালু তোলা বন্ধ করে কংক্রিটের ব্লক বাঁধ দেওয়া হোক। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ভাঙন ঠেকাতে ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে। জেলা শহর-সংলগ্ন শিবপুর ইউনিয়নের শান্তির হাট এলাকা। সম্প্রতি এখানে মেঘনার ভাঙনের তীব্রতা বেড়েছে। শুষ্ক মৌসুমে নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। ভিটামাটি হারিয়ে অনেক পরিবার বাধ্য হয়ে বাঁধের ওপর আশ্রয় নিচ্ছেন। সহায়সম্বল হারিয়ে পথে বসার উপক্রম অনেকের। ভোলা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দীন আরিফ বলেন, বিভিন্ন কারণে শুষ্ক মৌসুমেও নদীভাঙন হতে পারে। শিবপুর ইউনিয়নে ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। চলতি মাসে টেন্ডার আহ্বান হয়েছে। ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে আশা করা যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, অনেকের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। কেউ কেউ বসতঘর ভেঙে নিয়ে রাস্তার পাশে কিংবা অন্যের জমিতে রেখেছেন। কেউ ঝুপড়ি ঘর তুলে কোনো রকম বসবাস করছেন। অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন অন্যত্র। ভাঙন কবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছেন। দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটছে তাদের। ভাঙন ঠেকাতে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। সম্প্রতি তারা নদীর তীরে মানববন্ধন করেছেন। এলাকাবাসী অভিযোগ করেন, প্রভাবশালী কয়েকটি গ্রুপ অপরিকল্পিতভাবে মেঘনা নদী থেকে বালু তুলছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে স্রোত তীরে আঘাত হানছে। ফলে শুষ্ক মৌসুমেও ভাঙনের তীব্রতা বেড়েছে। স্থানীয়দের দাবি অপরিকল্পিত বালু তোলা বন্ধ করা হোক। পাশাপাশি কংক্রিটের ব্লক বাঁধ নির্মাণ করে ভাঙন প্রতিরোধে নেওয়া হোক স্থায়ী ব্যবস্থা।
শিরোনাম
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত
- গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
- অভ্যুত্থানের সময় গ্রেফতার, সৌদিতে জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী
- ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে রুম সংকট
- রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সোরিয়াটিক আর্থ্রাইটিস: যা মনে রাখা জরুরি