নড়াইলে মধুমতী নদীতে অসময়ে দেখা দিয়েছে ভাঙন। লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে মধুমতীর পশ্চিম তীর সংলগ্ন রায়পাশা, করগাতি ও তেলকাড়া গ্রামবাসীর যাতায়াতের একমাত্র রাস্তার অধিকাংশই নদীতে বিলীন হয়েছে। বিকল্প রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছে ওই এলাকার ১০ হাজারের বেশি মানুষ। সরেজমিন জানা যায়, ইউনিয়নের কোটাকোল বাজার থেকে তিন গ্রামে চলাচলের একমাত্র রাস্তাটি প্রায় চার কিলোমিটার দীর্ঘ। মানুষ এ রাস্তা দিয়েই উপজেলা ও জেলা সদরে যাতায়াত করেন। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভয়াল রূপ ধারণ করে। রাস্তাটি ভাঙতে ভাঙতে অবশিষ্টটুকুও অতিসম্প্রতি বিলীন হয়ে গেছে। কোনো যানবাহন ওই সব গ্রামে প্রবেশ করতে পারছে না। কেউ হঠাৎ অসুস্থ হলে দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থাও নেই। স্থানীয়রা বলছেন, এই তিন গ্রামের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত খরস্রোতা মধুমতী নদী। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নদীতে বিলীন হয়েছে এলাকার হাজার হাজার হেক্টর আবাদি জমি, ভিটেমাটি, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসাসহ সহায়-সম্পদ। ওই এলাকার পাকা সড়কসহ বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিও নদীতে বিলীন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মধুমতী নদীর ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র। আদালতের নিষেধাজ্ঞাও মানছে না তারা। সবার সামনে এ কার্যক্রম চললেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে না। ওই কারণে বেড়েছে নদী ভাঙন। তেলকাড়া গ্রামের হাসমত শিকদার (৭০) জানান, ‘স্বাধীনতার পর থেকে শত শত পরিবার ভাঙনের কবলে পড়ে গ্রাম ছেড়ে চলে গেছেন অন্যত্র। তার অনেক আপনজন গ্রাম ছেড়ে কোথায় গেছে খোঁজও নেই।’ স্থানীয় ইউপি সদস্য নান্টু শিকদার জানান, ‘অসংখ্য বসতবাড়ি, আবাদি জমি, মসজিদ ও মাদরাসা ভাঙনের শিকার হয়েছে। কয়েক বছর আগে এ ওয়ার্ডে ১ হাজার ৭০০ ভোটার ছিল। এখন কমে অর্ধেকে নেমেছে।’ নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শফি উল্লাহ বলেন, মধুমতী নদীর নড়াইল অংশে ভাঙনকবলিত অনেক পয়েন্ট রয়েছে। সব পয়েন্টের ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন হলে ভাঙন রোধে ওইসব এলাকায় দ্রুতই কাজ করা হবে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি