দাফনের পাঁচ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া আসাদুল হক বাবুর লাশ। গতকাল দুপুরে বাবুর গ্রামের বাড়ি বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়ায় পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতেহাক আহমেদ, ঢাকা সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ওসি আবদুস ছবুর প্রমুখ। সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী জানান, মৃত্যুর পর তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।