জনদুর্ভোগ লাঘবে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা খালের ওপর এক যুগেরও বেশি আগে নির্মাণ করা হয় পাশাপাশি দুটি সড়ক সেতু। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় তা ওই এলাকার পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষের জন্য হয়ে গেছে দুর্ভোগের কারণ। বিশেষ করে এসব গ্রামের শত শত শিশু শিক্ষার্থী, অসুস্থ ও বয়ঃবৃদ্ধদের নিয়ে স্বজনরা পড়েছেন বিপাকে। শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার ঘুরে স্কুল-কলেজে যেতে হচ্ছে। এদিকে দীর্ঘ সময়েও এর জন্য দায়ীদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে বিষয়ে কেউ বলতে রাজি হননি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সব ফাইল পুড়ে গেছে, তাই কিছু বলা সম্ভব নয়। স্থানীয়রা জানান, ২০১২ সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উল্লাপাড়া পৌরসভা জহুরা মহিউদ্দিন স্কুল টু চর নেওয়ারগাছা সড়কে উল্লাপাড়া পৌরসভা থেকে নেওয়ারগাছা খালের ওপর সেতু দুটি নির্মাণ করা হয়। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও সেখানে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চর নেওয়ারগাছা, শ্রীফলগাঁতী, চর শ্রীফলগাঁতী ও নন্দীগ্রামের হাজার হাজার মানুষের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, পৌর বাজার, বাসস্ট্যান্ড ও উপজেলা সদরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজের অপর প্রান্তে জহুরা মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়, নেওয়ারগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উল্লাপাড়া ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। দুর্ভোগের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এ অবস্থায় এলাকাবাসী দুর্ভোগ লাঘবে দ্রুত সংযোগ নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। নেওয়ারগাছা গ্রামের বাসিন্দা সাহানেওয়াজ খান রানাসহ অনেকে জানান, এক যুগ আগে তাদের দাবির প্রেক্ষিতে নেওয়ারগাছা খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। এ সময় পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু দুই পাশের সংযোগ সড়কও নির্মাণ না করায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন। সেতু দুটিও কোনো কাজে আসছে না। উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শফিউল কবির জানান, জুলাই মাসে পৌরসভার সব ফাইল পুড়ে যায়। ফলে ১২ বছর আগে এই সেতুটির ঠিকাদার কে ছিল বা কত টাকা বরাদ্দ ছিল অথবা কী কারণে সেতুটির কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি তা বলা সম্ভব হচ্ছে না। উল্লাপাড়া পৌরসভার বর্তমান প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, তিনি কর্মস্থলে নতুন যোগদান করেছেন। দ্রুত এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে সেতু দুটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি