নীলফামারী জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে বেড়েছে তাদের ভোগান্তি। সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী। ওই উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার একমাত্র স্থান হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ বিপুল সংখ্যক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে এখানে ডাক্তার রয়েছেন মাত্র দুজন। সংশ্লিষ্টরা জানান, ১২ বছর আগে ২০১১ সালে ৩৫ শয্যা থেকে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। সে তুলনায় এখানে নেই কোনো সুযোগ-সুবিধা। চালু হয়নি বাকি ১৫টি বেড। এখানে ভবন থাকলেও জনবল সংকট ও বরাদ্দ না পাওয়ায় তা অব্যবহৃত পড়ে আছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংকট থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ রয়েছে রোগীর স্বজন ও স্থানীয়দের। ৫০ শয্যার হাসপাতাল হিসেবে সেখানে ৩৩ জন ডাক্তার থাকার কথা। আছেন মাত্র দুজন। ৬০ শতাংশ শূন্য রয়েছে চতুর্থ শ্রেণির কর্মচারী পদ। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ও নার্স সংকটে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা রোগীদের হাসপাতালের ওয়ার্ডে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেক সময় জরুরি রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা নিতে আসা রাফিদা আক্তার বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। এসে দেখি চিকিৎসক নেই। একজন চিকিৎসক জরুরি বিভাগে। আমার ছেলে অসুস্থ। অপেক্ষা করছি চিকিৎসক আসার জন্য। মহিলা ওয়ার্ডের আরেক রোগীর স্বজন রহিমা বেগম বলেন, মেয়ের ডায়রিয়া হয়েছে। হাসপাতালে ভর্তি করেছি। এখানে ঠিকমতো ডাক্তার আসছে না। সকালে একজন ডাক্তার এসে দেখে যায়। তারপর সারাদিন আর কেউ আসে না। একজন নার্স আছে তিনি মাঝে মধ্যে এসে দেখে যান। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মো. রেজওয়ানুল কবির বলেন, হাসপাতালে মাত্র দুজন চিকিৎসক। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকটে রোগীরাও সময়মতো সেবা পাচ্ছেন না। এ হাসপাতালে উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ মানুষ চিকিৎসা নেন। শূন্যপদে জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদার কথা জানানো হয়েছে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
৩ লাখ মানুষের সেবায় চিকিৎসক দুজন
জনবল সংকটে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর