প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে টাঙ্গাইল পৌর হাউসিং এলাকার ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হক গতকাল রাতে প্রায় ৩৫০ জন ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০ হাজার কম্বল বরাদ্দ পেয়েছি।
১২ উপজেলায় ৫০০ করে বিতরণ করা হয়েছে। বাকি ৪ হাজার জেলা শহরে বিতরণ করা হচ্ছে।