কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে ধরলা নদীর ফুলবাড়ী সেতুর পশ্চিম পাড়ে পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের সাহেব আলী, চর সোনাইকাজী গ্রামের জাহিদ হাসান ও তালুক শিমুলবাড়ী গ্রামের সাইদুল ইসলাম। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।