বাংলাদেশের ফেনী থেকে ভালো কাজের প্রস্তাব দিয়ে মো. আরিফ (৩৫) নামে এক যুবককে লিবিয়ায় নিয়ে সেখানে অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনী সদর থানায় মানব পাচার আইনে মামলায় খুলনা দিঘলিয়া থেকে রুবেল শেখ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনহাটি পথের বাজার এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেলের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল উদ্ধার করে পুলিশ।