সারা দেশে গতকাল ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫২৯ জন। গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে রবিবার রাত থেকে গতকাল পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫২৯ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টে ৯৭৪ জন। তিনি জানান, ২৪ ঘণ্টার অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশে তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি লাল রঙের তাজা সিসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, চারটি ছোরা, একটি ধারালো চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস এবং একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।
বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-
রংপুর : অপারেশন ডেভিল হান্টের বিষয়ে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আট জেলার মধ্যে কুড়িগ্রামে ১৭, দিনাজপুরে ৭, লালমনিরহাটে ৬, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে ৫ এবং রংপুর, নীলফামারী ১ ও গাইবান্ধায় ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরা সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
মৌলভীবাজার : গতকাল আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোর : সিংড়ায় যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়।
সিলেট : সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। রবিবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল এ তথ্য জানিয়েছে সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং র্যাব।
বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ পাঁচ আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার বিকালে ও রাতে উপজেলাগুলোর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া : অপারেশন ডেভিল হান্টে জেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে ও শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা : জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে তাঁকে আটক করে তালা থানা পুলিশ। বাবলু তালা উপজেলার খলিলনগর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান।