রাজশাহীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে পবা উপজেলার দুটি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিয়ম মেনে ইটভাটা পরিচালনা না করায় দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ ও র্যাব সদস্যরা অংশ নেন।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এই অভিযান চলবে।
বিডি প্রতিদিন/এমআই