রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রোমান মিয়া (২৪)। তিনি একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন।
গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, রোমান মিয়া রাতে গাজীপুর থেকে ডেমরায় তার এক আত্মীয়ের বাসায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে কাওলা এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার বা মাইক্রোবাসের ধাক্কায় আহত হন। আহত অবস্থায় তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই আরও বলেন, সিসি ফুটেজের মাধ্যমে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃত রোমান মিয়া রংপুরের পিরগাছা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে। বর্তমানে গাজীপুর সদরে গজারিয়াপাড়া এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/জুনাইদ