নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে এক ট্রাক নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। আজ সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে ফায়ার সার্ভিস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব থানার দক্ষিণ মাসুমা এলাকার গাড়ির চালক মো. এনামুল হক (২৪) এবং
চাঁদপুর জেলার সদর থানার বড় স্টেশন ক্লাব এলাকার মো. মাসুদ (১৯)।
পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট ডিউটি করার সময় চট্টগামী ওই ট্রাককে জব্দ করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল