ঢাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১২৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬৫টি, হাতিরঝিল থানা ৪১টি এবং পল্টন থানা ২০টি মোবাইল উদ্ধার করে। বিভিন্ন সময় মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনারের কার্যালয়ে তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান উদ্ধার মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি রব্বানী হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান ও হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজুসহ পুলিশ সদস্যরা।
জানা যায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি রব্বানী হোসেন দুই থানায় মোবাইল উদ্ধারে দুটি টিম গঠন করেন। তিনি মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল উদ্ধার টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় গত মাসে ১০৬টি মোবাইল উদ্ধার করা হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ডিসি মো. ইবনে মিজান বলেন, মোবাইল উদ্ধার কার্যক্রম আরও ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। তেজগাঁও বিভাগের ছয়টি থানাতেই টিম গঠন করে হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে দ্রুততম সময়ে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি জনসাধারণকে আরও সচেতনভাবে মোবাইল ব্যবহার ও সংরক্ষণের অনুরোধ জানান।
এদিকে, পল্টন থানায় উদ্ধার ২০টি মোবাইল ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবীর উপস্থিতিতে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করা হয়।
সবচেয়ে বেশি মোবাইল ফোন উদ্ধারকারী তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই গোলাম রসুল জানান, হারিয়ে যাওয়া মোবাইল দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল মালিকরা। তারা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
বিডি প্রতিদিন/জুনাইদ