রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে চতুর্থবারের মতো আয়োজিত হলো আন্তঃস্কুল স্টেম ফেস্ট ২০২৫। চলতি বছরের গত ২৩-২৫ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৫০টির বেশি স্কুলের ১৬০০ শিক্ষার্থী।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়। এবারের প্রতিযোগিতায় প্রদর্শিত হয়েছে ১৪০টি বিজ্ঞান প্রজেক্ট। স্টেম ফেস্টের বিজয়ী ৩০ জন শিক্ষার্থী আগামী ১০-১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নাসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য ‘নাসা রোভার চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করবে। সেখানে তারা ‘রিমোট কন্ট্রোল রোভার’ এবং ‘হিউম্যান পাওয়ার রোভার’ প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ২৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীরা পেয়েছে যথাক্রমে পাঁচ, তিন এবং দুই হাজার টাকা, মেডেল ও সনদপত্র। আয়োজকরা জানান, আগামী বছর স্টেম ফেস্ট আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরেও বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ/ইই