রিয়াদে অনুষ্ঠিত আইপিএল ২০২৫ এর মেগা নিলামে সব নজর কেড়ে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সে রাজস্থান রয়্যালসে ১ কোটি ১০ লাখ রুপিতে অন্তর্ভুক্ত হন এই প্রতিভাবান ক্রিকেটার। তবে এখনো তার আইপিএলে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বৈভবকে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
বয়স মাত্র ১৩ হলেও বৈভবের নাম এখন ভারতীয় ক্রিকেটে ব্যাপকভাবে পরিচিত। পেশাদার ক্রিকেটে সবচেয়ে কমবয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ১৩ বছর ১৮৮ দিনে প্রথম সেঞ্চুরি করেন বৈভব। আর মাত্র কয়েক মাস পর, ১৩ বছর ২৪৩ দিনে তার নাম আইপিএল দলের সদস্য হিসেবে যুক্ত হয়।
বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে ১২ বছর ২৮৪ দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই বৈভব আলোচনায় আসেন। এছাড়া তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এবং বিনোদ মানকাড ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছেন তিনি এবং ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে সংগ্রহ করেছেন ৪০০ রান।
রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন, বৈভবের মধ্যে রয়েছে অসাধারণ প্রতিভা, তবে আইপিএলে অভিষেকের আগে তাকে আরও সময় দেওয়া প্রয়োজন। রাঠোর বলেন, 'আমি নিশ্চিত নই যে ওকে খেলানো হবে কি না। দলের কৌশল, পিচ এবং প্রতিপক্ষের ওপর সেটা নির্ভর করবে। আমরা ওকে দলে নিয়েছি কারণ সে অত্যন্ত প্রতিভাবান। এত কম বয়সে এমন প্রতিভা খুব কম দেখা যায়।' তিনি আরও আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বৈভব বড় ক্রিকেটার হয়ে উঠবে।
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা রাঠোর রাজস্থানে যোগ দিয়েছেন এবং সেখানে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কোচিং করছেন। ভারতীয় দল ও রাজস্থানের কোচিং পার্থক্য নিয়ে তিনি বলেন, 'অনেক পার্থক্য নেই। আগেও রাহুলের সঙ্গে কাজ করেছি, সে অসাধারণ কোচ। আমরা একসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি, সেই সময়টা চমৎকার ছিল।'
বিডি প্রতিদিন/মুসা