নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সালমান আলী আঘাকে অধিনায়ক ও শাদাব খানকে সহ-অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সীমিত ওভারের ক্রিকেটে দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
আগামী ১৬ থেকে ২৬ মার্চ নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এছাড়া, ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ওয়ানডে সিরিজে অবশ্য পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। তার ডেপুটি হিসেবে রয়েছেন সালমান।
এই সিরিজেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে প্রধান কোচের ভূমিকা পালন করবেন আকিব জাভেদ। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ ইউসুফকে।
একনজরে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের স্কোয়াড
ওয়ানডে : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আঘা (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, তউয়াব তাহির।
টি-টোয়েন্টি : সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, হারিস রউফ, হাসান নওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ওমাইর বিন ইউসুফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।
বিডি প্রতিদিন/কেএ