চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিবর্ণ ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার। তাই অনেকেই জানিয়েছেন, তাদের ব্যাট-প্যাড তুলে রাখার সময় হয়েছে। বয়সটাও কম হয়নি দু'জনের।
৩৭ বছর বয়সী মুশফিকের বিপরীতে ৩৯ বছর হয়েছে মাহমুদুল্লাহর। তাই তাদের অবসর নিয়ে আলোচনাটা বেশিই হচ্ছে ক্রিকেটাঙ্গনে। বিসিবি তাদের নিয়ে কোনো পরিকল্পনা করেছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল নাজমুল আবেদীন ফাহিমের কাছে।
বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেছেন, ‘অবশ্যই, ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। সব খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করার একটা সময় আসেই। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব। ওদের চিন্তা কী, সেটা নিয়ে আলাপ হবে।’
মাহমুদুল্লাহ-মুশফিককে কেন্দ্র করে আগামীতে আইসিসির কোনো টুর্নামেন্টর পরিকল্পনা সাজানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয়, তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়স, ফিটনেস আর পারফরম্যান্সের দিক থেকেই বলি- এটা আমার কল না, নির্বাচকদের। আমার মন্তব্য করা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ