গোটা দুনিয়ার চোখ যখন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে আটকে, তখন সোশ্যাল মিডিয়ায় খোঁজ পড়ল মহেন্দ্র সিং ধোনির। এমন টান টান ম্যাচ কি ধোনি দেখছেন? কোথায় তিনি?
এমন সময় ইনস্টাগ্রামে এল বহু প্রতীক্ষিত সেই ভিডিও, যেখানে দেখা গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রেখেছেন ধোনি। সঙ্গে আবার দেখা যাচ্ছে বলিউডের সুপারস্টার সানি দেওলকে। বেশ কয়েকজন ভক্তের সঙ্গে একসঙ্গে বসে খেলা দেখছেন সানি ও ধোনি।
কোথায় রয়েছেন দুই মহাতারকা? কোথায় বসে খেলা দেখছেন তারা? ভক্তদের সঙ্গে চেন্নাই সুপারকিংসের জার্সি গায়ে খেলা দেখছেন ধোনি। খানিক পরেই সেখানে উপস্থিত হন সানি দেওল। সামনেই শুরু হবে আইপিএল। সম্ভবত তারই কোনও বিজ্ঞাপনের শ্যুটিং সেটেই খেলা দেখছিলেন দুই তারকা।
রবিবার ভারতের বিরুদ্ধে পুরো ৫০ ওভার খেলতে পারেনি পাকিস্তান। ২৪১ রানে গুটিয়ে যায় রিজওয়ানের দল।
বিডি প্রতিদিন/কেএ