চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দাপট দেখালো ভারত। শুবমান গিলের দুর্দান্ত শতক ও শ্রেয়াস আইয়ারের ঝড়ো ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৫৬ রান তোলে স্বাগতিকরা।
বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান।
ব্যাট করতে নেমে শুরুতে রোহিত শর্মার উইকেট হারালেও দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। রানে ফিরলেন বিরাট কোহলি এবং স্রেয়াশ আইয়ার। এই তিনজনের দায়িত্বশীল তিনটি ইনিংস ভারতকে রান পাহাড়ে তুলে দেয়।
বিরাট কোহলি আউট হন ৫৫ বলে ৫২ রান করে। তবে শুভমান গিলের সঙ্গে ১১৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন তিনি। ২২৬ রানের মাথায় আউট হন শুভমান গিল। স্রেয়াশ আইয়ার ও গিল ১০৪ রানের জুটি গড়ে তোলেন। ৬৪ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন আইয়ার। ২৯ বলে ৪০ রান করেন লোকেশ রাহুল।
শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় ইনিংসের একেবারে শেষ বলে এসে ৩৫৬ রানে অলআউট হয় ভারত। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ নেন ৪ উইকেট। ২ উইকেট নেন মার্ক উড। ১টি করে উইকেট নেন সাকিব মাহমুদ, গাস অ্যাটকিনসন ও জো রুট।
বিডি প্রতিদিন/মুসা