ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে আবারও বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আদিল রশিদ।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে সরিয়ে চূড়ায় উঠেছেন রশিদ।
২০২৩ সালের শেষ দিকে এই তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। এরপর গত ডিসেম্বর পর্যন্ত এক নম্বর জায়গাটি ধরে রেখেছিলেন তিনি। তাকে টপকে শীর্ষে উঠে বেশিদিন টিকতে পারলেন না আকিল। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে আছেন দুই লেগ স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।
ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। তবে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন রাশিদ। ইডেন গার্ডেন্সে ২৭ রানে ১ উইকেট এবং চেন্নাইয়ে ১৪ রানে ১ উইকেট নেন তিনি। দুটি ম্যাচই হারে ইংল্যান্ড। মঙ্গলবার রাজকোটে ২৬ রানে জেতা ম্যাচে ১৫ রানে ১ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন রাশিদ।
বিডি প্রতিদিন/মুসা