ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হয়ে কোচিং থেকে দীর্ঘ দিন দূরে থাকার পর উলে গুনার সুলশার ফিরছেন ডাগআউটে। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তুরস্কের ক্লাব বেকিসতাস। ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী মৌসুম পর্যন্ত বেকিসতাসের সঙ্গে চুক্তি হয়েছে সুলশারের। চুক্তিতে অবশ্য আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ছিলেন সুলশার। ইংলিশ ক্লাবটির হয়ে ১৯৯৬-২০০৭ সাল পর্যন্ত ৩৬৬ ম্যাচ খেলে ১২৬ গোল করেছিলেন নরওয়ের এই ফুটবলার। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় নাম লেখান তিনি। সেই পথচলায় ২০১৮ সালে পুরোনো ক্লাব ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। ২০১৯ সালের মার্চে সুলশারের সঙ্গে তিন বছরের চুক্তি করে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। পরে একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে ২০২১ সালে সুলশারকে চাকরিচ্যুত করে ইউনাইটেড। সেই থেকে মাঝে আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি তিনি।
টার্কিশ সুপার লিগে ১৬ বার শিরোপা জয়ী বেসিকতাস চলতি মৌসুমে ভালো অবস্থায় নেই। লিগে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে তারা। গত নভেম্বর থেকে স্থায়ী কোচ নেই দলটির। এবার সেই দায়িত্ব নিলেন ৫১ বছর বয়সী সুলশার। ইউনাইটেডের দ্বিতীয় সাবেক কোচ হিসেবে তুরস্কের কোনো ক্লাবের দায়িত্ব নিলেন সুলশার। বর্তমানে ফেনেরবাচের দায়িত্বে আছে জোসে মরিনিয়ো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ