ক্রীড়া মন্ত্রণালয় চাইছে বিসিবির পরিচালকদের শূন্যস্থান পূরণের। সপ্তাহ আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, তারা চেষ্টা করছেন বিসিবির পরিচালকদের শূন্যস্থান পূরণ করতে। যদিও এ মুহূর্তে এটা সহজ কোনো কাজ নয়। ক্রিকেট বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদকাল ৩০ অক্টোবর পর্যন্ত। মেয়াদ পূর্ণ হতে এখনো ৯ মাস বাকি। বর্তমানে বিসিবির কার্যক্রম চলছে ১০ পরিচালক নিয়ে। বাকি ১৫ পরিচালকের পদ শূন্য। পরিচালকদের শূন্যস্থান পূরণে বিসিবি কি নির্বাচনের পথে হাঁটবে? বিসিবি প্রধান ফারুক আহমেদ কি অন্তর্বর্তীকালীন নির্বাচনের পথে হাঁটবেন? কেননা, ২৫ পরিচালকের জায়গায় ১০ পরিচালক নিয়ে বিসিবির মতো বৃহৎ একটি ক্রীড়া সংগঠনের কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন। এত সংখ্যক পরিচালকের অনুপস্থিতির পরও বিসিবি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে। সেখানে একজন পরিচালককে ৩টি করে দায়িত্ব পালন করতে হচ্ছে। সে বিবেচনায় বিসিবির চিন্তা করা উচিত, সংশোধিত গঠনতন্ত্রে কী আছে? গঠনতন্ত্রের উপ-অনুচ্ছেদ ১৪.১ (ঢ) অনুযায়ী, ‘পরিচালনা পরিষদের কোনো পদ শূন্য হইলে অন্তর্বর্তী সময়ের জন্য সেই শূন্য পদ সংশ্লিষ্ট ক্যাটাগরি হতে পূরণের লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।’
৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পরিবর্তন হয়। বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। ফারুক আহমেদ দায়িত্ব নেন ২১ ফেব্রুয়ারি। তার সঙ্গে নতুন পরিচালক হন নাজমুল আবেদীন ফাহিম। ফারুক সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএল থেকে শুরু করে বিভিন্ন সিরিজ আয়োজন করেছে বিসিবি। কিন্তু লোকবলের অভাবে কাজগুলো শতভাগ সফলভাবে নামেনি। সেজন্য বিসিবির অনেক পরিচালকই চাইছেন ক্লাবগুলো নিয়ে গঠিত ক্যাটাগরি-২-এর সরে দাঁড়ানো পরিচালকদের শূন্যস্থান পূরণ করতে। বিসিবি পরিচালক মাহাবুব আনাম ২৬ জানুয়ারি ইঙ্গিত দিয়েছিলেন, বিসিবি অন্তর্বর্তীকালীন নির্বাচনের আয়োজনের চিন্তা-ভাবনা করছে।
বিসিবির বর্তমান কমিটি সভাপতিসহ ২৫ সদস্যের। পট পরিবর্তনের পর ১৫ জন নেই। শূন্যস্থানগুলোর সাতজন ক্যাটাগরি-১ জেলা ও বিভাগের। সাতজন ক্যাটাগরি-২ ক্লাবগুলোর এবং একজন ক্যাটাগরি-৩-এর। ক্যাটাগরি-১-এর কাউন্সিলর নিয়ে অল্প-বিস্তর সমস্যা রয়েছে। ক্যাটাগরি-২-র কাউন্সিলর সংখ্যা ৭৬। এদের মেয়াদকাল চার বছরের জন্য অক্টোবর পর্যন্ত। ক্লাব কাউন্সিলররা ভোট দিয়ে সাতজন পরিচালকের শূন্যস্থান পূরণ করতে পারবেন। ক্যাটাগরি-১-এর পরিচালকরাও একজন পরিচালকের শূন্যস্থান পূরণ করতে পারবেন। গঠনতন্ত্রের ১৩.৪ ধারা বলছে, ‘নির্বাচন পরবর্তীকালে কোনো পরিচালকের পদ কোনো কারণে শূন্য হইলে সাধারণ পরিষদের সংশ্লিষ্ট ক্যাটাগরির পদ উপ-অনুচ্ছেদ ১৩.২(গ) অনুযায়ী পূরণ করিবে।’ ক্যাটাগরি-১-এর অনেক কাউন্সিলরের পদ শূন্য। সেসব পূরণ করে নির্বাচনের পথে হাঁটতে হবে। এখন বিসিবির দায়িত্ব, পরিচালকদের শূন্য স্থান পূরণ করা।