ফ্লোরিডার কক্স সায়েন্স সেন্টার অ্যান্ড অ্যাকুয়ারিয়ামের উদ্যোগে গত শুক্রবার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন অধ্যায় লেখা হয়েছে। ‘ডাইনোসর মেলা’ নামে পরিচিত এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ওয়েস্ট পাম বিচের স্ক্রিন অন দ্য গ্রিনে।
অনুষ্ঠানে ৪৬৮ জন অংশগ্রহণকারী মাথা থেকে পা পর্যন্ত ডাইনোসরের মতো পোশাক পরে আসেন। ক্লেমাটিস স্ট্রিট যেন সেদিন জুরাসিক যুগে ফিরে গিয়েছিল। ছোট-বড় নানা রঙের এই 'ডাইনোসর'রা মাঠজুড়ে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি উপস্থিত থেকে এই আয়োজন পর্যবেক্ষণ করেন। তিনি জানান, এক জায়গায় ডাইনোসরের পোশাক পরে সবচেয়ে বেশি মানুষের জমায়েতের আগের রেকর্ডটি ভেঙেছে কক্স সায়েন্স সেন্টার। ২০১৯ সালে গড়া সেই রেকর্ডে ২৫২ জন অংশ নিয়েছিলেন। এবার সংখ্যাটি দাঁড়িয়েছে ৪৬৮-এ।
নতুন রেকর্ড গড়ে উচ্ছ্বসিত কক্স সায়েন্স সেন্টার কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে, আমরা এটি করতে পেরেছি! এই অর্জনে যারা পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ওয়েস্ট পাম বিচ সিটি এবং অংশগ্রহণকারী সবাইকে আমাদের সঙ্গে ইতিহাস গড়ার জন্য কৃতজ্ঞতা জানাই।
এই আয়োজনের পেছনে মূল উদ্দেশ্য ছিল কক্স সায়েন্স সেন্টারে ডাইনোসর সাফারি প্রদর্শনীর উদ্বোধন। এখন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে দর্শনার্থীরা ডাইনোসর-সম্পর্কিত নানা আকর্ষণীয় বিষয় উপভোগ করতে পারবেন। কল্পনার ডাইনোসরকে বাস্তবের আনন্দে রূপ দিতে এমন উৎসবের আয়োজন নিঃসন্দেহে বিজ্ঞানপ্রেমী ও বিনোদনপ্রত্যাশীদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
বিডিপ্রতিদিন/কবিরুল