বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে এনেছে জাপান। কিয়োটোভিত্তিক প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন গতকাল বুধবার (৫ মার্চ) ঘড়িটি উন্মোচন করেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে শিমাদজু করপোরেশন দাবি করেছে, ‘এথার ক্লক ওসি ০২-০২’ নামের এই ঘড়ি এতটাই নির্ভুল যে এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড সময়ের পার্থক্য দেখা যেতে পারে। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক নামে পরিচিত এই ঘড়ি প্রচলিত সিজিয়াম অ্যাটমিক ক্লকের তুলনায় ১০০ গুণ বেশি নির্ভুল।
ঘড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ লাখ ডলার (৩ দশমিক ৩ মিলিয়ন ডলার)। চওড়া ফ্রিজের মতো দেখতে এই ঘড়ির আয়তন প্রায় ২৫০ লিটার। প্রচলিত অন্যান্য অপটিক্যাল ল্যাটিস ক্লকের তুলনায় এটি আকারে ছোট। এ ধরনের ঘড়ি মূলত জটিল বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়।
নির্মাতা প্রতিষ্ঠানের আশা, এই ঘড়ির সাহায্যে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আরও সহজ হবে। আগামী তিন বছরের মধ্যে ১০টি ঘড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শিমাদজু করপোরেশন।
নির্ভুল যন্ত্রপাতি তৈরির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় শিমাদজু করপোরেশন। ১৮৭৫ সালে যাত্রা শুরু করা এই জাপানি প্রতিষ্ঠান বিভিন্ন পরিমাপক যন্ত্র ও চিকিৎসা সরঞ্জাম তৈরি করে।
বিডি প্রতিদিন/আশিক