যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটি জানায়, গতকাল সোমবার এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ কথা জানান।
আবু উবাইদা বলেন, গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরাইলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।
এদিকে, হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
তিনি জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন।
আরেকটি বিবৃতিতে হামাস বলেছে, জিম্মিদের মুক্তির জন্য এগিয়ে যাওয়ার ‘দরজা খোলা আছে’। এ পর্যন্ত মুক্তি পাওয়া জিম্মিদের বিনিময়ে ইসরাইল শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, হামাস জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি চুক্তির ‘লঙ্ঘনের’ কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করছে, যার ফলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দেশটির সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছেন এবং ‘গাজা যেকোনো পরিস্থিতির’ জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
মিশরীয় নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এবং পর্যায়ক্রমে চুক্তিটি চালিয়ে যাওয়ার জন্য ওয়াশিংটনের ইচ্ছার স্পষ্ট ইঙ্গিত না পাওয়া পর্যন্ত আলোচনা স্থগিত করেছেন।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় পর্যায়ের আলোচনা নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক এগিয়ে নিয়েছে।
কান সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী গাজা বিভাগের সৈন্যদের জন্য সমস্ত ছুটি বাতিল করেছে, যা আরেকটি লক্ষণ যে ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধ পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম