ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল ২১ ফেব্রুয়ারি সারা দেশে পালিত হয়েছে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। অমর একুশের প্রথম প্রহরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহান শহীদ দিবসের কর্মসূচি। সারা দেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে মাতৃভাষা বাংলার জন্য জীবন দেওয়া মহান ভাষাশহীদদের।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ একুশে সংগীতের সুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারগুলো। সারা দিনই ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। অমর একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষে ভাষাশহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পরই ১২টা ১২ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ১২টা ১৬ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনারা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর ক্রমান্বয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর পক্ষে চিপ এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ মানুষকে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠান প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জেএসডি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, কাজী ছাব্বীরের নেতৃত্বে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এ ছাড়া শ্রদ্ধা জানিয়েছে উত্তর সিটি করপোরেশন, রাজউকসহ অন্যান্য সরকারি সংস্থা।
এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদের নেতৃত্বে ভাষাশহীদদের কবর জিয়ারত করেন।