নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে। কিন্তু সরকার সফল হতে পারছে না। দ্রব্যমূল্য দিনকে দিন বেড়ে যাচ্ছে, এত দিনেও সরকার কি কিছু করতে পেরেছে? বাস্তবতা মেনে নিতে হবে, শুধু আবেগ দিয়ে চললে আমাদের সমস্যা সমাধান হবে না।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণশক্তি সভা’ আয়োজিত ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ ও লে. জেনারেল (অব.) আমিনুল করিম প্রমুখ।
নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, আপনি বললেন, বিচার করার আগে ভোট হবে না। বিচার করতে কত দিন লাগবে? আপনি কি আদালতকে বলতে পারবেন, বিচার শেষ করতে হবে। তাহলে তো আদালতে হস্তক্ষেপ করা হয়। কিন্তু আদালত যদি মনে করে, বিচার করতে আরও সময় লাগবে এবং বিচার করতে যদি পাঁচ বছর লাগে, তাহলে কি পাঁচ বছর পরে নির্বাচন করবেন?
মান্না প্রশ্ন রেখে বলেন, গত পরশু এবং গতকালও আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করেছে। কীভাবে করতে পারল তারা? আমাদের পুলিশ কী করেছে? তারপর দেখলাম, আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছেন, এরপর কেউ করলে তাকে অ্যারেস্ট করা হবে। তারা তো ঘোষণা দিয়েছে ১৫ দিন আগে, ১৫ দিন ধরে আপনারা কী করলেন?