জাহাজীদের জীবনের গল্পে ‘মাস্তুল’ নামের সিনেমা বানিয়েছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র মিলেছে ‘মাস্তুল’ সিনেমাটির।
নূরুজ্জামানের দ্বিতীয় সিনেমা এটি, এর আগে তিনি বানিয়েছিলেন ‘আম কাঁঠালের ছুটি’। যে সিনেমাটি দিয়ে দর্শকদের মধ্যে বেশ পরিচিতি পান এই নির্মাতা।
এক বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেছেন, ‘মাস্তুল’ সিনেমাটি ‘ইউ’ রেটিংয়ে (সার্বজনীন) সনদ পেয়েছে। অর্থাৎ সব বয়সী দর্শকেরা দেখতে পারবেন ‘মাস্তুল’।
পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন নূরুজ্জামান নিজেই। নূরুজ্জামান বলেন, "আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোট থেকেই জাহাজীদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি। খুব ইচ্ছা ছিল, তাদের জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করার। 'মাস্তুলের' মাধ্যমে সেই সুযোগ পেয়ে তা আর হাতছাড়া করলাম না।"
গেল বছর সিনেমার প্রায় সব কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নূরুজ্জামান। তিনি বলেন, “দেশের বাইরে হয়েছে এই সিনেমার সাউন্ডের কাজ। এবার যেহেতু মুক্তির আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেল, সামনে সুবিধাজনক একটা সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।"
‘মাস্তুলে’ জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত ও শিশুশিল্পী আরিফ। উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় নূরুজ্জামানের প্রথম চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ