সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে অন্তরঙ্গ দৃশ্য, পরিচালকের ‘নারীবিদ্বেষী’ দর্শনের কারণে প্রবলভাবে সমালোচিত হয়েছিল। ছবিটি দিয়েই সাধারণ দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি। সেটা এতটাই যে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির জরিপে দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানদের পেছনে ফেলে ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় তারকা নির্বাচিত হন। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে তৃপ্তির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে ‘অ্যানিমেল’ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন তৃপ্তি। ২০২৩ সালে মুক্তি পায় ‘অ্যানিমেল’। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। তবে সাফল্যের সঙ্গে এ ছবির ভাগ্যে জুটেছিল প্রচুর সমালোচনাও। অনেকের মতেই ‘অ্যানিমেল’ উগ্র পৌরুষের আস্ফালন। কিন্তু তৃপ্তির চোখে ছবিটা ঠিক কেমন? ফিল্মফেয়ারকে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে তৃপ্তি সেই বিষয়েই কথা বলেছেন। ভাগ করে নিয়েছেন, কেন তিনি চরিত্রটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী এও জানান, তাঁর চোখে ‘অ্যানিমেল’ কখনোই ‘নারীবিদ্বেষী’ ছবি নয়।